
আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি- পাবনার ঈশ্বরদীতে ওয়ারেশ আলী নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা নামকস্থানে রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা গতরাতে শ্বাসরোধ করে হত্যার পর ঐ স্থানে ফেলে রেথে যায় দুর্বৃত্তরা। ওয়ারেশ আলী চাটমোহর উপজেলার দোলন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, ওয়ারেশ আলীর একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাটমোহর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
সময়ের কণ্ঠস্বর/রবি