
বিনোদন ডেস্ক: এক সময়কার পর্নস্টার। বর্তমানে বলিউডি পরিচালকদের পছন্দের তালিকায় অন্যতম একজন। রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা যায় তাকে। বিজ্ঞাপনের চাহিদাও তুঙ্গে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। সানি লিওন।
সাফল্যের চূড়ায় থাকা এই আবেদনময়ী নায়িকা বলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, যদিও সেগুলো বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ভক্তদের মাঝে তার জনপ্রিয়তার মোটেও ভাটা পড়েনি।
ইয়াহু ইন্ডিয়া সার্চ ইঞ্জিনের জরিপে চলতি বছর ‘মোস্ট সার্চড ফিমেল সেলিব্রেটি’-এর তালিকায় শীর্ষে রয়েছে সানি লিওনের নাম। ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছেন সানি। প্রায়ই খবরে আসেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো জনপ্রিয় তারকাদের পেছনে ফেলেছেন সানি। এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘আমাকে মোস্ট সার্চড উইমেন বানানোর জন্য ধন্যবাদ।’
গত বছরও গুগলের জরিপে ‘মোস্ট সার্চড উইমেন’ ও ‘মোস্ট সার্চড বলিউড অ্যাকট্রেস’র খেতাব জিতেছিলেন এ অভিনেত্রী।
ইয়াহুর এবারের জরিপে সবচেয়ে বেশি খোঁজা ভারতীয় নারী তারকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর পরই রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। চার ও পাঁচে আছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। এছাড়া শীর্ষ দশে আরো রয়েছেন- কারিনা কাপুর, মমতা কুলকার্নি, দিশা পাটানি, কাব্য মাধবন ও এশা গুপ্তা।
সময়ের কণ্ঠস্বর/রবি