
সময়ের কণ্ঠস্বর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফকে তড়িঘড়ি করে জেল দেয়ার ঘটনা দুঃখজনক।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নয় দিনব্যাপী ফ্রী বার্ন ও প্লাষ্টিক সার্জারী ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের
নাসিম বলেন, একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের কর্মকর্তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনায় তড়িঘড়ি করে ওই সার্জনকে জেলে দেওয়া সমীচীন হয়নি।
নাসিম বলেন, তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক তাকে দ্রুত ছেড়ে দেয়ার জন্য আজ আমি আইনমন্ত্রীকে বলেছি। সরকারি কর্মকর্তাদের মধ্যে এ ধরনের ঘটনা না হওয়ায় ভালো। সকল সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সামান্য একটি ঘটনায় একজনকে যদি জেল দেয়া হয় তাহলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আর যেনো এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যপারে কর্তৃপক্ষ সজাগ রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ নভেম্বর শুরু হওয়া এ বার্ন ও প্লাস্টিক সার্জারী ক্যাম্পে ৮০ জন আউটডোর রোগীকে ও ২৫ জনকে বিনামূল্যে সার্জারী প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ড ও বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা। বিনামূল্যে ওই হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে রোগীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
মন্ত্রীর সাথে এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাই কমিশনারের পরামর্শদাতা ইধাম জুহুরি মো. ইউনুস, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান ও মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হাসান।