
এম এ এইচ শাহীন, কোম্পানীগঞ্জ (সিলেট): কোম্পানীগঞ্জ উপজেলায় টাস্কফোর্সের অভিযানে১৫টিবোমা মেশিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত যান্ত্রিক পদ্ধতিতে।
পাথর উত্তোলনের বিরুদ্ধে ভোলাগঞ্জ, দয়ার বাজার ও কালাইরাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয় অভিযানে ১৫টি বোমামেশিন ধ্বংস করা হয় অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ”সময়ের কন্ঠস্বর কে জানান, হাইকোর্টের রায় অমান্য করে যারা পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করবে উপজেলা প্রশাসন এরপক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।