
পলাশ মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট- বিনা টিকেটে ট্রেনভ্রমণের দায়ে গাজীপুরে সাত শতাধিক যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার দিনব্যাপী জয়দেবপুর জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ব্লক চেক দেওয়া হয়।
রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী জানান, বিনা টিকেটে ভ্রমণে দায়ে ৭০৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজস্ব এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী জয়দেবপুর জংশনে চলাচলকারী নীলসাগর, তিস্তা, একতা, রংপুর, ব্রহ্মপুত্র, সিল্কসিটি, যমুনা, হাওড় এক্সপ্রেসসহ ১৪টি ট্রেনে এ অভিযান চালানো হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন এটিএস প্রণবেশ সরকার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার মো. সুলতান আহমেদ, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া প্রমুখ।
সময়ের কণ্ঠস্বর/রবি