
জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাংগাবালী সংলগ্ন বঙ্গোপসাগরে গন ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় জলদস্যুরা ৯টি ট্রলারের ৯জন মাঝিকে আপহরন করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে রাংগাবালী থানা পুলিশ।
আপহরনকারী জলদস্যুদের হাত থেকে আজ শুক্রবার দুইটার দিকে ফিরে আসা রাংগাবালীর বাসিন্দা জেলে ফারুক, কালাম, শাহিন এবং লিটন জানান, শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে রাংগাবালীর অদূরে সোনার চর থেকে প্রায় ৫০কি.মি. গভীর সমুদ্রে জলদ্যুরা মাছধরারত এসব ট্রলারে হামলা চালায়। এসময় জেলেদের মারধরসহ ট্রলারের মুল্যবান মালামাল, মোবাইল এবং জাল ও মাছ নিয়ে যায়।
গন ডাকাতি শেষে নয় ট্রলার থেকে নয় মাঝিকে মুক্তিপনের দাবীতে অপহরন করে নিয়ে যায়।
জেলেরা জানান, র্যারে ধারাবাহিক অভিযানে সমুদ্র জলদস্যূ মুক্ত হলেও নতুন করে শুরু হয়েছে ডাকাতি। কোস্টগার্ড এর টহলদারি না থাকার সুয়োগ কাজে লাগাচ্ছে জলদস্যুরা এমন ধারনা তাদের।
কোস্টগার্ড ভোলার কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাংগাবালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতি ও জেলে অপহরনের সংবাদ এইমাত্র জানতে পেরেছি। বিষয়টি দেখা হচ্ছে। রাংগাবালী থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. রেজাউল জানান, অভিযোগ পেয়েছি।