
মাহফুজ রহমান, বগুড়া: স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে গতকাল শুক্রবার বিকাল ৩টায় বগুড়ার মর্ডান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে বগুড়া ট্যুরিস্ট ক্লাব, বগুড়া এডভেঞ্চার ক্লাব, বাংলাদেশ ব্লাড সার্ভিস, বগুড়া লোকাল গাইডস ও ইয়ুথ পাওয়ার বগুড়া এর যৌথ উদ্যোগে বিটিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে ‘মাতৃভূমি তথা নিজ দেশে ভ্রমণ করুন; দেশকে জানুন এবং পর্যটন হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে খেলা-ধূলার মাধ্যমে পর্যটন ও মাদকমুক্ত দেশ গড়তে এক প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়।
এবারের আয়োজনে প্রধান আকর্ষন ছিলো কিশোর ফুটবলারদের ক্রিয়া নৈপুর্ন। খেলা শুরুর পূর্বে আলোচনা সভা পরিচালনা করেন ইয়ুথ পাওয়ার বগুড়া’র মোঃ রায়হানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ট্রাষ্ট কনসের্টিয়াম লিঃ এর ব্যাবস্থপনা পরিচালক সহিদ বিন রাসেল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এ কে এম জিয়াউল হক জুয়েল, এম এ রসিদ মামুন।
বক্তব্য রাখেন বগুড়া এডভেঞ্চার ক্লাবের সংগঠক তানভীর আহমেদ শখা, বাংলাদেশ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ রহমান, বগুড়া লোকাল গাইডস এর মডারেটর মুহাইমিনুল ইসলাম প্রিন্স, বগুড়া ট্যুরিস্ট ক্লাবের সাধরন সম্পাদক এ কে এম ইজহারুল হক জিহাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বগুড়া ট্যুরিস্ট ক্লাব এর সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম শহিদ, সোহেল সহ পাঁচ সংগঠনের শতাধিক সদস্য। বক্তারা বলেন, আগামী ২০১৮সালে স্পোর্টস ট্যুরিজমের উপর বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী’দের সচেতনতা করতে যৌথভাবে কাজ করবো।