
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ বিভিন্ন মামলার মোট ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২১ জুলাই) জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও -১) মোঃ আসলাম হোসেন সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৪ জন মাদক বিক্রেতা ও ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪৯৩ পিস ইয়াবা টেবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মোট সাতটি মামলা হয়েছে।
তিনি বলেন, এছাড়া নিয়মিত মামলা, গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাভুক্ত ৩০ জনকে গ্রেপ্তার এবং তিনটি মামলা হয়েছে।