
সময়ের কণ্ঠস্বর ডেস্ক- বঙ্গোপসাগরের সুন্দরবন শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া উপকূলে ঝড়ের কবলে পড়ে দুটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৩৬ জন জেলেসহ এফবি তরিকুল-১ ও এফবি আল্লাহর দান নামের দুটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ডুবে যায়।
ডুবে যাওয়া ওই দুই ট্রলারের মধ্যে বিভিন্ন উপায়ে ১৬ জন উদ্ধার হলেও এখনও ২০ জন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, তাদের জলযান প্রস্তুত রয়েছে আবহাওয়া অনুকূলে এলে তারা জেলেদের উদ্ধারে নেমে পড়বে।
শনিবার বিকালেও দমকা হাওয়ার সঙ্গে অব্যাহত বৃষ্টির ফলে সাগর উত্তাল থাকায় কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযানে যেতে পারছে না।