
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে নাশকতার মামলার আসামী বিএনপির কর্মীসহ চার জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আ’লীগ সর্মথক পরিচয়ে মামলা থেকে অব্যাহতি পাবার চেষ্টা।
থানা সুত্রে, উপজেলা হলিদাগাছি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে সুমন আলী নাশকতা মামলাসহ পাঁচটি মামলার আসামী, ১৭ মামলার সাজাপ্রাপ্ত আসামী মাসুম হোসেন, মেছের আলীর ছেলে মাসুম হোসেন (৯ বছরের সাজাপ্রাপ্ত আসামী), ইউসুফপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে হাসেম রানা সাতটি মাদক মামলার আসামী এবং উপজেলার নিমপাড়া গ্রামের মেছের মন্ডলের ছেলে লালচাঁন ছয়টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীকে গতকাল শনিবার রাতে চারঘাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন জানান, অনেক বিএনপি সর্মথক যারা নাশকতাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা আবার বিভিন্ন ইউনিয়ন বা ওর্য়াড পর্যায়ের আ’লীগ নেতাদের ছত্র তলে আশ্রয় নিচ্ছে এবং থানা পুলিশের নিকট আ’লীগ পরিচয় দিচ্ছে যা ক্ষমার যোগ্য নয়।
ওসি নজরুল ইসলাম জানান, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে নাশকতাসহ একাধীক থানায় মামলা রয়েছে। তাদের আটক করার অভিযান অব্যাহত ছিল। থানা পুলিশ কর্তৃক গতকাল শনিবার আটক করার পর আজ রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।