
সিয়াম সাহারিয়া, পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য সামনে রেখে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। আজ সোমবার (২৩ জুলাই) সকালে পত্নীতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মাহ্মুদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, নজিপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি ইছাহাক হোসেন, থানা ওসি (তদন্ত) জহুরুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্বরে অতিথিদের মেলার স্টল পরিদর্শন, ফলের চারা রোপন ও বিনামূল্যে বিভিন্ন ফলদ বৃক্ষ চারা শিক্ষার্থীসহ অন্যান্যদের মাঝে বিতরণ করা হয়।