
সময়ের কণ্ঠস্বর- ‘মামলার তারিখ পড়লেই খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য অমানবিক ও চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, গতকালও কারাকর্তৃপক্ষ আদালতে রিপোর্ট করেছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ তাই তাকে আদালতে হাজির করা হয়নি। সরকারি বেসরকারি এবং ব্যক্তিগত চিকিৎসকরা বলেছেন খালেদা জিয়া অসুস্থ। তাহলে দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনা কী তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন?
সারাদেশে বন্দুকযুদ্ধের নামে চলছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড- এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘এরই অংশ হিসেবে সোনারগাঁওয়ে ছাত্রদল নেতা আলমগীর হোসেন বাদশা র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’
রাজশাহী, বরিশাল ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে তাদের মুক্তি দাবি করেন রিজভী।