
জে. জাহেদ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কর্নেলহাট সিটিগেট থেকে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ বুধবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করেন বলে তথ্য দিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান। গ্রেফতার দুইজন হলেন – গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ সবুজ (৩১) ও তার স্ত্রী জাহিনুর বেগম (৩০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সিটিগেট এলাকা থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মোঃ সবুজ ও তার স্ত্রী জাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। তারা চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে বলে জানান র্যাব।