
সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে দলীয় কার্যালয়ে কেক কেটে ১ম পর্ব শুরু হয়।
পরে সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার পর আ’লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদের সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আ.লীগের সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝর্ণা, যুবলীগের আহবায়ক আব্দুল মজিদ, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরাফাত হোসেন পারভেজসহ উপজেলা ও নজিপুর পৌর এবং ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।