
সময়ের কন্ঠস্বর, ঢাকা- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে জাতীয় পার্টিই হতে যাচ্ছে প্রধান বিরোধী দল। বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না।
আজ শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে বিরোধী দল ও মন্ত্রিসভায় ছিল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। এছাড়াও গত সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদ দায়িত্ব পালন করলেও এবার নিজে এই দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন এরশাদ।
বিবৃতিতে এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারী দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হবেন না।’