
সময়ের কণ্ঠস্বর :: একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালনের জন্য জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনীত করা হয়েছে।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত জাতীয় সংসদের স্পিকার বরাবর লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে প্রধান বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
চিঠিতে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছেন এরশাদ।