
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরির শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার গভীররাতে ডিবির এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবুল হোসেন (৩০) ও শ্রী অমল রবীদাস (২২) কে গ্রেফতার করেছে বলে জানান কর্মগুনে আলো ছড়ানো জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ কামাল আকন্দ।