
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের সমাজবাদী পার্টির অভিযোগ, মুম্বাই হাসপাতালের চিকিত্সকেরা মুসলমান রোগীদের উদ্দেশ্যে হুলিয়া জারি করে বলেছে, অপারেশন করাতে হলে তাদের দাড়ি কেটে আসতে হবে। তারপরই শল্য চিকিত্সা হবে, নাহলে হবে না।
সমাজবাদী পার্টি নেতা রইস শেখের এই অভিযোগ ঘিরেই তোলপাড় শুরু হয়েছে। বৃহন্মুম্বই পৌসভার একটি ওয়ার্ডের পৌরপিতা তিনি। দাবি করা হয়েছে, ছোটখাটো অপারেশনের আগেও মুসলমান রোগীদের দাড়ি কেটে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে বৃহন্মুম্বই হাসপাতাল কর্মকর্তা অজয় মেহতাকে লিখিত অভিযোগ জানিয়েছেন রইস শেখ। যা নিয়ে তিনি তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে দাড়ি জড়িত। ফলে একান্ত প্রয়োজন ছাড়া এই হুলিয়া যাতে জারি না করা হয়, তাই অনুরোধ করেছেন রইস।
এর আগে বৃহন্মুম্বই কর্পোরেশনের স্কুলে সূর্য নমস্কারের নির্দেশ চালু হওয়ার পরে তার বিরুদ্ধে প্রতিবাদে রইস শেখ সরব হন।