
মেজবাহুল হিমেল, রংপুর প্রতিনিধি: চলন্ত মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দমদমা ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়েছে ট্রাক। এ দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছে।
আজ শনিবার রংপুর মহনগরীর দমদমা ব্রীজ এলাকা এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাজহাট নগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, বিটুমিন বহনকারী একটি ট্রাক মোটর সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দমাদমা ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।