
স্পোর্টস আপডেট ডেস্কঃ ভারত প্রথম ইনিংসে ৬২২ রানের বিশাল সংগ্রহের পরই বোঝা গিয়েছিল, এই টেস্টে জেতা সম্ভব নয় অস্ট্রেলিয়ার।
তৃতীয় দিনে ২৩৮ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর কত দ্রুত অস্ট্রেলিয়াকে ফলোঅন করাতে পারে ভারত, সেটাই দেখার ছিল।
কিন্তু চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায় সিডনির আকাশের মতো মুখ গোমড়া করেই প্রথম সেশনের পুরোটা কাটাতে হয় ভারতীয় খেলোয়াড় আর সমর্থকদের।
চতুর্থ দিন বৃষ্টি আর আলোক স্বল্পতায় সারা দিনে খেলা হয়েছে মাত্র ২৫.২ ওভার। তবে এই সামান্য সময়ের মধ্যে ঠিকই কাজের কাজটা সেরে ফেলেছে ভারতীয় বোলিং ইউনিট।
অস্ট্রেলিয়ার বাকি ৪ উইকেট তুলে নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। আগের রানের সঙ্গে ৬২ রান যোগ করে ৩০০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে পাঁচটি উইকেট নেন কুলদীপ যাদব।