
শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ভূ-গর্ভে কর্মরত অবস্থায় পাথর চাপায় মোঃ মোস্তাফিজুর রহমান (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ছ্য়টায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত অবস্থায় মোঃ মোস্তাফিজুর রহমান পাথর চাপায় মারাত্মক আহত হলে খনি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মোস্তাফিজুরের মৃত্যু হয়।
নিহত মোস্তাফিজুর রহমান পার্বতীপুর উপজেলার পাইকপাড়া মধ্যপাড়া গ্রামের মৃত্য একরামুল হকের ছেলে। মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের বেসরকারী প্রতিষ্ঠান জার্মানীয়া কনসোডিয়াম (জিটিসি) সূত্রে জানা গেছে, ইতিপূর্বে নিহত শ্রমিকদেরকে যেভাবে ক্ষতিপূরণ দেওয়া হত সেই ধারাবাহিকতায় এই শ্রমিকের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।