
আন্তর্জাতিক ডেস্ক :: সোনার খনিতে বেআইনিভাবে খোঁড়াখুঁড়ি শুরু করেছিলেন বেশ কিছু মানুষ। সোনার লোভে সেই খনন কেড়ে নিল ৪০টি প্রাণ। আহত ১০ জন।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তর বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলার শিপো এলাকায়। রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১০টার সময় এখানে একটি সোনার খনিতে বেআইনি খনন চালাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। তখনই ঘটনাটি ঘটে।
খনির মাটি আলগা হয়ে গিয়ে তাদের ওপর ভেঙে পড়ে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দারিদ্র্য এখনও একটা বড় সমস্যা। অনেক সময় দেখা যায় দেশের মাটির তলায় থাকা সোনা বা অন্য ধাতুর খনিতে খনন করে বেআইনিভাবে কিছু রোজগারের রাস্তা খোলার চেষ্টা করেন দরিদ্ররা।