
মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৯ পিস ইয়াবাসহ আটক করছে র্যাব-১২ এর সদস্যরা।
রবিবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত এ তথ্য জানান। গ্রেফতারকৃত হলেন দেলদুয়ার উপজেলার কুচতারা গ্রামের মৃত মো. মহির উদ্দিন মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৪০)
এ ব্যপারে কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ এর র্যাব সদস্যরা আভিযান চালিয়ে মির্জাপুর উপজেলার কদিম ধল্যা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা একটি মোবাইল ফোন দুটি সিম কার্ড ও নগদ ২২০ টাকাসহ উদ্ধার করা হয় । তিনি জানান মির্জাপুর উপজেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।