
নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বালুবাহী ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৩৫) নামে এক মাছ ব্যবসায়ি নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক উপজেলার পারকুলিহার মৎস্যজীবী পাড়ার মোজাম্মেল হকের ছেলে।
আজ সোমবার বিকেল ৩টার দিকে পাঁজরভাঙ্গা-জলছত্র রাস্তার টগরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই পথচারি আহত হয়েছেন। তারা হলেন – রহিদুল ইসলাম (৩২) ও করিম বকস (৫২)। রহিদুল ইসলাম কাঁশোপাড়া গ্রামের ইলিম শেখ ও করিম নাপিতপাড়া গ্রামের ফারাজ উদ্দিন মৃধার ছেলে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, নিহত আব্দুল খালেক পাঁজরভাঙ্গা বাজার থেকে মাছ কিনে বিক্রির জন্য সিংগীহাটে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ি আব্দুল খালেক নিহত ও দুই পথচারি আহন হন। ঘাতক ট্রাক্টরটি হেফাজতে নেয়া হয়েছে।