
সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি: পিরোজপুর জেলার পিরোজপুর সদর ও কাউখালী উপজেলার রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর সড়কের বেকুটিয়া পয়েন্টের কচা নদীর উপরে আজ সোমবার বিকেলে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু শীর্ষক প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দিলরুবা ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন খন্দকার, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আতাউর রহমান, শারীকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু মোল্লা, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফশিউল ইসলাম বাচ্চু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। ২য় পর্যায়ে চার জন ক্ষতিগ্রস্থদের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।