
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আওলাদ আহমদ রুমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের আরজু মিয়ার ছেলে।
জানাগেছে, ৬ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামী আওলাদ আহমদ রুমানকে গ্রেফতার করে ৭ জানুয়ারি সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #
জগন্নাথপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিমলা রাণী সরকার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের দেবেন্দ্র সরকারের মেয়ে।
জানাগেছে, ৭ জানুয়ারি সোমবার দিন দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে বিমলা সরকার আত্মহত্যা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাবিব-২ এর নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে সরজমিনে স্থানীয়দের সাথে আলাপকালে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।