
বিনোদন ডেস্ক- সম্প্রতি‘জিরো’ ‘ফ্লপ’ হওয়ায় ফের নতুন ছবিতে হাত দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
জিরোর দুঃখ ভুলতে ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’ এর কাজ নির্ধারিত সময়ের তিন মাস আগেই শুরু করবেন তিনি।
যদিও ‘স্যালুট’ এর কাজ শুরু করার কথা ছিল চলতি বছরের মে মাস থেকে। কিন্তু শাহরুখ জানিয়েছেন ফেব্রুয়ারি থেকেই শুটিং শুরু করে ফেলবেন তিনি।
আর এই ছবিতে তার নায়িকা হিসেবে শোনা যাচ্ছে আমির খানের ‘দঙ্গল’-এর আবিষ্কার ফাতিমা সানা শেখ! তবে বিষয়টি নিয়ে নির্মাতারা এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি।
সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্রের মাধ্যমে জানা যায়, নির্মাতারা নায়িকা খুঁজছেন। আর ফাতিমা সানা শেখকে চরিত্রটির জন্য তারা ভাবছেন। পর্দায় ফাতিমার পারফর্মেন্স দেখে নির্মাতারা মুগ্ধ হয়েছেন, তাই এই অভিনেত্রীকে নিয়েই ‘স্যালুট’ শুরু করার ইচ্ছে তাদের।