
চিত্র-বিচিত্র ডেস্ক :: মানুষের শরীর খুবই সংবেদনশীল। সামান্য কিছু পরিবর্তনেও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে মানুষের শরীরে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ভিয়েতনামের বাসিন্দা ছোট্ট ফিন নান বুঝতে পারছিল তার নাকের ভিতরে যেন নড়াচড়া করছে কেউ।
বাবা মায়ের কাছে জানাতেই ফিনের বাবা মা চিন্তায় পড়েন। নিয়ে যান ডাক্তারের কাছে। তারপর ডাক্তাররা যা আবিষ্কার করেন তা শুনলে শিউরে উঠবেন যে কেউ।
ডাক্তাররা ফিনকে পরীক্ষা করে জানতে পারেন তার নাকের ভিতরে রয়েছে প্রায় ৩ ইঞ্চি লম্বা একটি জোঁক। প্রায় একমাস ধরে তার শরীরের মধ্যেই বেড়ে উঠছিল সেই জোঁকটি। ডাক্তার জোঁকটির অবস্থান খুঁজে নিয়ে সতর্ক অস্ত্রোপচারের মাধ্যমে ছয় বছরের ছোট্ট শিশুটির নাক থেকে টেনে বের করেন।
অস্ত্রোপচারের সময় শান্ত হয়েই বসেছিল ছোট্ট ফিন। নাকের ভিতর থেকে বের করা জোঁকটি দেখে সে নিজেও অবাক চোখে তাকিয়ে থাকে।
কিন্তু জোঁকটি ফিনের নাকের মধ্যে প্রবেশই বা করল কী ভাবে? ডাক্তাররা মনে করছেন, নদী থেকে পানি খেতে গিয়েই এই কালো জোঁকটি ফিনের নাকের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু আদতে ঠিক কী ভাবে জোঁকটি ফিনের নাকের মধ্যে ঢুকে গিয়েছিল তা জানে না ফিন নিজেও। জোঁকটি তার নাক থেকে বের করে দেবার পর স্বস্তি পেয়েছে ফিন। তার বাবা মাও আত্ঙ্ক থেকে মুক্তি পেয়েছেন। ফিনের নাক থেকে পোকাটি বের করার ভিডিওটি ভাইরাল হয়েছে।