
মোঃ রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে বাস চাপায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড় টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টচিরা বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা গামী ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালিয়ে এসে সড়কের পাশে দাড়িয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দিয়ে ঘাতক বাসটি পালিয়ে যায়। ঘটনা স্থলেই অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়েছে বলে জানান তারা।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ধারনা করা হচ্ছে লোকটি এই এলাকায় দিন মজুরের কাজ করতে এসেছিলেন।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্সেদ তালুকদার জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ মুন্সীগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং ঘাতক বাসটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।