
সময়ের কণ্ঠস্বর: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শান্তিপুর এলাকায় পাকা সড়কের ওপর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে শান্তিপুর এলাকায় ট্রাকের নিচে পড়ে কোমরের নিচের অংশে গুরুতর জখম হলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
ওই নারীর পরিচয় জানতে পারলে দুর্গাপুর থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ওসি।
ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহায়তায় অজ্ঞাত লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ওই নারীর পরিচয় জানা যায়নি।