
মোশারফ হোসাইন তযু, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি- শ্রীপুরে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত তিনটার দিকে উপজেলার উজিলাব গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান।
আটককৃতরা হলেন, উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মাসুদ ওরফে পিস্তল মাসুদ (২৮) এবং সাইটালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে রাজিব (২৯)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই রাজিব কুমার সাহার নেতৃত্বে উপজেলার উজিলাব গ্রামের মাসুদ ওরফে পিস্তল মাসুদের বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের দেহ তল্লাশী করে দুইটি বিদেশী পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।