
স্পোর্টস্ আপডেট ডেস্ক :: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য দুঃসংবাদ। বিপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেই দলটির অধিনায়ক অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ দেশে ফিরে যাচ্ছেন। কনুইয়ের ইনজুরির কারণে দ্রুততার সাথে দেশে ফিরছেন স্মিথ।
তবে জানা গেছে, ইনজুরি গুরুতর কিছু নয়। বিশেষ সতর্কতার কারণে স্মিথ দেশে ফিরছেন, ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে। অস্ট্রেলিয়ায় এমআরআইও করাবেন। তাতে ফল ভালো এলে দ্রুত ফিরে আসবেন বিপিএলে।
বৃহস্পতিবার জানা গেছে, এদিন ঠিক মতো অনুশীলনও করেননি সাবেক অজি অধিনায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্র্যাঞ্চাইজির আশা, চিকিৎসকের সাথে দেখা করে দ্রুত স্মিথ ফিরে আসবেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার সংবাদ মাধ্যমকে বলেছেন, ব্যথাটার কারণে সে কোনো ঝুঁকি নিতে চায় না। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অস্ট্রেলিয়া চলে গেছে। ওখানে এমআরআই করাবে। এখনো পর্যন্ত যেটা জানি যত দ্রুত সম্ভব সে আবার ফিরে আসবে। এমআরআইয়ের রিপোর্ট ভালো এলে দুদিনের মধ্যেই চলে আসবে।