
কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ীর নামক স্থানে বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, বগুড়া থেকে পঞ্চগড় যাচ্ছিলেন বিআরটিসি বাসটি। যাওয়ার পথে রোববার বিকেলে ঠাকুরগাঁও ছোট খোঁচাবাড়ী নামক স্থানে আসলে গাড়িটিতে আগুন লেগে যায়। তাৎক্ষণিক গাড়িচালক বুঝতে পেরে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে সকল যাত্রীদের নামিয়ে দেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মফিদার রহমান জানান, খরব পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে থাকা ইলেকট্রিক্যাল তারের শর্ট সার্কিটের কারনে আগুনটি লেগেছে। তবে বাসে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।