
বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার চিওড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নানকরা এলাকার একটি জুতা ফ্যাক্টরীর শ্রমিক রাবেয়া আক্তার (৩২) কর্মস্থল থেকে বাড়ীতে ফেরার পথে চিওড়া রাস্তার মাথা এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাবেয়ার বাড়ী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া গ্রামে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।