
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মেয়েদের আন্তরক্ষা উপর ঠাকুরগাঁওয়ে ওয়ার্কশপ ও আলোচনা সভা করেছেন “ট্রাভেলেটস অফ বাংলাদেশের ৪জন ভ্রমণকন্যা।
রোববার দুপুরে ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ভ্রমণকন্যা কর্তৃক আয়োজনে “নারীর চোখে বাংলাদেশ” এই কর্মসূচির মাধ্যমে ৬৪ জেলার ভ্রমণের পথে স্কুটি জোগে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি করেছেন।
সিএম আইয়ুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁর সভাপতিত্বে বক্তব্য দেন,ভ্রমণকন্যা ঢাকা মেডিকেল কলেজের ডা.সাকিয়া হক,ড.মানসী সাহা তুলি,ইডেন কলেজের শিক্ষাথী নাজমুল নাহার মুক্তা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলভী রহমান সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এসময় আগত ভ্রমণকন্যারা, মেয়েদের সামনে সারা বাংলাদেশের বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরেন ও সেই সাথে তাদের আন্তরক্ষা,মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সহ বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরেন।