
এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: উগ্রবাদমুক্ত ও সহনশীল সমাজ গঠনে সকলের সমান অংশ গ্রহন নিশ্চিত করতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ই জানুয়ারী) পেকুয়া শহীদ জিয়া বিএমআই কলেজের মাঠে কোডেক তরুণ আলো ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এই প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে উপজেলার ৩টি স্কুল, ২টি কলেজ, ৫টি মাদ্রসাও ৫টি কমিউনিটি টিমের মোট ৭৫ জন প্রতিযোগী অংশ নেন। বিএমআই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক জামাল সাকির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার উলফাৎ জাহান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ ফারুক, সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, এইছাড়াও কোডেক তরুণ আলোর কক্সবাজার জেলা সমন্বয়ক কামরুল হাছান, মাঠ কর্মকর্তা নাজমুল হোছাইন উপস্থিত ছিলেন। প্রতিযোগীতার শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।