
সময়ের কণ্ঠস্বর, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থনেই পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার বিজয়নগড় উপজেলার বিরপাশায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় মৃতদের পরিচয় জানা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।