
মেজবাহুল হিমেল, রংপুর প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর দুস্থ শীতার্থ সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৫ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া সরদারপাড়া গ্রামের কে.এন.বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র দেয়া হয়।
আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহা প্রধান অতিথি হিসেবে শীতার্থদের মাঝে কম্বল তুলে দেন।
এসময় আনসার ভিডিপির রংপুর উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ রেজাউল ইসলাম ও গঙ্গাচড়া উপজেলা অফিসার মোঃ রেজকেকুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়া উপজেলার আনসার ভিডিপি পরিবারের ২০০ সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।