
আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ওষুধ কর্মচারী কল্যান সমিতির সদস্য সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের গেটপাড় এলাকায় জেলা ওষুধ কর্মচারী কল্যান সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন – নিহতের বাবা বদিউল আলম, ভাই আব্দুল মাজেদ, চাচা দেলোয়ার হোসেন, জেলা ওষুধ কর্মচারী সমিতির সভাপতি সামি চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ পারভেজ সহ অনেকে।
এ সময় বক্তারা অনতিবিলম্বে সাব্বিরের হত্যাকারী আবু হাসান, হারুনুর রশিদ, তানজিনা বেগম এর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির জোর দাবি জানান।
উল্লেখ্য, এ মাসের ৭ জানুয়ারী সাব্বিরের বাড়ির সামনে মাথায় আঘাত করে হত্যা করে একই এলাকার আবু হাসান, হারুনুর রশিদ সহ আরো অনেকে। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হয়েছে।