
সময়ের কণ্ঠস্বর, চট্রগ্রাম- একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর একটি প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এই প্রতিবেদনকে একপেশে, মনগড়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরের দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে যে বক্তব্য-গবেষণার কথা বলে টিআইবি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রকৃতপক্ষে বিএনপি-জামায়াতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়।’
তিনি বলেন, ‘এবারের নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে টিআইবির উচিত দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজে মনোযোগ দেওয়া।’
তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়েও মনগড়া প্রতিবেদন দিয়েছিল টিআইবি। আর এজন্য জনগণের কাছে সংস্থাটির ক্ষমা চাওয়া উচিৎ।’