
এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় এমপি আবদুস সোবহান গোলাপ।
আজ বুধবার দুপুরে পৌর ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ইউএনও মোঃ আমিনুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, মেয়র মোঃ এনায়েত হোসেন, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লোকমান সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার ও আওয়ামীলীগ নেতা এসএম হানিফ প্রমুখ।