
নিজস্ব প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে ১৯তম আন্তর্জাতিক এ ক্বিরাত সম্মেলন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া এবং মিসরের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত ক্বারীগণ সম্মেলনে উপস্থিত থাকবেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূতগণ, শীর্ষস্থানীয় ওলামাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গও এসময় উপস্থিত থাকবেন।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহ. সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহ.আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।
এবছর সম্মেলন আরম্ভ হবে সকাল ১০টায়। সকাল ১০টা থেকে আসরের আগ পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্য দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্রবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি।
‘ইক্বরা’ কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী রাজধানী ঢাকায় ৮ ফেব্রুয়ারি সম্মেলন শুরু হবে যা পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এবং ২৩ তারিখ সম্মেলন শেষ হবে।