
সময়ের কণ্ঠস্বর: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্টেশনের একটি স্টোর রুমে এ আগুন লাগে।
কমলাপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রেলস্টেশনের ওপরে একটি স্টোর রুমে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তদন্ত করে অাগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।