
স্পোর্টস আপডেট ডেস্ক: সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে রংপুর রাইডার্স।
মেহেদী হাসান রানার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস। এরপর কোনো রান যোগ করার আগেই ফেরেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। সোহেল তানভিরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রংপুরের ওপেনার গেইল।
লিটন-ওয়ার্নারের জোড়া ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮৭
লিটন কুমার দাস ও ডেভিড ওয়ার্নারের জোড়া ফিফটিতে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন লিটন। এছাড়া ৩৬ বলে অপরাজিত ৬১ রান করেন অধিনায়ক ওয়ার্নার।
১৮৮ রানের টার্গেটে ব্যাট করছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
রান আউট হয়ে সাজঘরে লিটন
রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া লিটন কুমার দাস ফেরেন রান আউট হয়ে। জাতীয় দলের ওপেনার লিটন বিপিএলে খেলছেন সিলেট সিক্সার্সের হয়ে। সিলেটের হয়ে আগের চার ম্যাচে (১, ০, ৯, ৬) মাত্র ১৬ রান করেন লিটন।
বুধবার দলের পঞ্চম ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলেন লিটন দাস। সাব্বির রহমান রুম্মনকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৭৪ রানের জুটে গড়েন লিটন। ২৯ বলে ফিফটি তুলে নেয়া লিটন রান আউট হওয়ার আগে ৪৩ বলে নয় চার ও একছক্কায় ৭০ রান করেন লিটন।
সাব্বিরের বিদায়ে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙল
ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে দুর্দান্ত খেলেছেন সাব্বির রহমান রুম্মন। বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে ৭৪ রানের উড়ন্ত সূচনা করেন লিটন কুমার দাস ও সাব্বির রহমান রুম্মন।
দলীয় ৮.৩ ওভারে বেনি হাওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান রুম্মন। সাজঘরে ফেরার আগে ২০ বলে ২০ রান করেন জাতীয় দল থেকে শৃঙ্খলা ভঙের অভিযোগে বাদ পড় যাওয়া তারকা ক্রিকেটার।
সাব্বির-লিটনের ব্যাটে উড়ন্ত সূচনা সিলেটের
সাব্বির রহমান রুম্মন এবং লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে সিলেট সিক্সার্স। বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৬৭ রান সংগ্রহ করেন লিটন-সাব্বির।
চলতি বিপিএলের ষষ্ঠ আসরে ঢাকা পর্বের তিন ম্যাচের দুটিতে হেরে ঘরের মাঠে খেলতে যায় সিলেট। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে ৬৮ রানের লজ্জায় পড়া সিলেট হেরে যায় ৮ উইকেটে।
টস হেরে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ষষ্ঠ আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স।
বুধবার টস জিতে স্বাগতিক সিলেট সিক্সার্সকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে নিজেদের পাঁচ ম্যাচে দুটিতে জয় পায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়নরা জয়ের লক্ষ্যেই আজ মাঠে নেমেছে।
অন্যদিকে সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চলতি বিপিএলে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট।
গতকাল মঙ্গলবার সিলেট নিজেদের ঘরের মাঠে প্রথম খেলতে নেমে কুমিল্লার বিপক্ষে ৬৮ রানের লজ্জায় পড়ে ৮ উইকেটে হেরে যায়। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যেই আজ মাঠে নেমেছে সিলেট।
সিলেট সিক্সার্স: লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মন, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামচীন, নিকোলাস পুরান, অলক কাপালী, আফিফ হোসেন, সোহেল তানভির, তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও জকির আলী।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, মেহেদী মরুফ, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, বেনি হাওয়েল, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও নাহিদুল ইসলাম।