

মোঃ মনিরুল ইসলাম মনির, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় গাংনী মহিলা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম গাংনী বাজার পাড়ার কৃষক খেদের আলির ছেলে ও ভাঙ্গারি ব্যবসায়ী।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যাবসায়ী শামসুল আলম বাড়ি থেকে মোটর সাইকেল যোগে গাংনী বাজারে আসার পথে মহিলা কলেজ মোড়ে পৌছলে মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী গোল্ডেন ট্রাভেলস নামের একটি যাত্রিবাহি বাস তাকে ধাক্কা দেয়, এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার দুর্ঘটনাটি নিশ্চিত করেছেন এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান।