
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানা পুলিশ ১১০ বোতল ফেনসিডিলসহ ৩ জন ব্যবসায়ীকে আটক করেছে।
আজ রবিবার সকাল ৮টার দিকে দর্শনা মোবারক পাড়ার শাহারুলের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে ফেনসিডিলসহ তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলী অহাম্মদ (৩০), দর্শনা রেল কলোনির রবিউল ইসলামের ছেলে জনি হোসেন (২৫) ও শাহারুল ইসলামের স্ত্রী রিতা খাতুন (২৫)।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত এলাকা থেকে দর্শনার দিকে একটি ফেনসিডিলের বড় চালান আসছে। এমন সংবাদের ভিতিত্বে মডেল থানার এএসআই মহিউদ্দীন কে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোবারক পাড়ার শাহারুলের বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে অবস্থান নিতে বলি।
সকাল ৮টার দিকে একটি পাখিভ্যানে তিনজন মোবারক পাড়ার শাহারুলের বাড়ির সামনে পৌঁছালে তাদের আটক করা হয়। পরে একটি কাপড়ের ব্যাগে থাকা ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা দায়ের হয়েছে। আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।