
স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: গাজীপুর সিটি করপোরেশনের মরকুন এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সালাউদ্দিন বিপ্লব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব শেরপুরের নকলা থানার কবুতরমারি এলাকার সোবহান মিয়ার ছেলে। তিনি গাজীপুরে ভাড়া বাসায় থেকে বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, সকালে মরকুন এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।