

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- সড়কে শৃঙ্খলার জন্য সচেতনতা বাড়াতে হবে মন্তব্য করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কিছু গাড়ি আছে, তারা সিটিং (সার্ভিস) লিখে রাখে। আসলে তারা সিটিং না, চিটিং সার্ভিস।’
রোববার (১৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অডিটোরিয়ামে ‘সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে। নতুন আইন বাস্তবায়নে দুসপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে। আজ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হবে।’
মন্ত্রী বলেন, নতুন আইনটি বাস্তবায়নে যারা বাঁধা দিচ্ছেন তারা জনগনের আকাঙ্ক্ষার প্রতিফলন চান না। সড়কে অবকাঠামো উন্নয়নের চাইতে শৃঙ্খলা ফেরানো জরুরী। প্রথমবারেই অনেক জরিমানা হবে এমনটা ভাবার সুযোগ নেই। তবে বারবার হলে কঠোর প্রয়োগ হবে।
আইনটি কার্যকরের বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে মন্ত্রী জানান, আইনটি কার্যকর হলেও সচেতনতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে ট্রাফিক পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। আইনে কোথাও সমস্যা থাকলে তা আলোচনার মধ্য দিয়ে প্রয়োজনে সংশোধিত হবে বলেও জানান তিনি।