

স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: গাজীপুর মহানগরের টঙ্গী দত্তপাড়া এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ১০টা ৩০মিনিটে ছিনতাইকারী চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন দত্তপাড়া এলাকার রাজু মিয়ার ভাড়াটিয়া আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মাহফুজুর রহমান হৃদয়(১৯) এবং বনমালা রেল গেইট এলাকার মাসুদের বাড়ীর ভাড়াটিয়া মিন্টু মিয়ার ছেলে রাব্বি(১৮)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই দুই ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা একে অপরের সহযোগীরা যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মহানগরের টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেইট, রেল স্টেশন, দত্তপাড়া এলাকায় ছিনতাইকারীর হামলায় বিগত দিনে অনেকেই প্রাণ হারিয়েছে।