

স্পোর্টস আপডেট ডেস্কঃ ঐতিহাসিক ইডেনের দিবা-রাত্রির ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়কসহ তিন ব্যাটসম্যান।
অধিনায়কের সঙ্গে ফিরে গেছেন মিথুন ও মুশফিক। এ তিনজনে রানে পাশেই লেখার মতো কোনো অঙ্ক নেই।
এ ম্যাচে ৪ রানে করেছেন ওপেনার ইমরুল কায়েস। আরেক ওপেনার সাদমান ইসলাম করেছেন ২৯ রান। এরপর কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৭৩ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন নায়িম ও লিটন দাস।
ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট খেলতে নেমেছে ভারত-বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলছেন পেসার আল-আমিন হোসেন। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় নাঈম হাসান।
সময়ের কণ্ঠস্বর/ফয়সাল